আজকাল ওয়েবডেস্ক: কেদারনাথ থেকে ফেরার পথে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে পাইলটও ছিলেন। রবিবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনার পরই চারধাম যাত্রাপথে হেলিকপ্টার পরিষেবা আপাতত দু’দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিল উত্তরাখণ্ড সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই ঘটনার পরপরই উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। বৈঠকে তিনি জানান, পরবর্তী দুই দিন রাজ্যে হেলিকপ্টার চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে, কারণ খারাপ আবহাওয়ার কারণে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।
মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে হেলিকপ্টার পরিষেবা পরিচালনার জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল জারি করা হবে। পাশাপাশি, একটি কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টার গড়ে তোলার নির্দেশ দেন তিনি এবং এই দুর্ঘটনার কারণ খুঁজতে কড়া তদন্তের পদক্ষেপ নেওয়ার কথাও বলেন। উল্লেখ্য, কেদারনাথ যাওয়ার পথে, রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, দুর্ঘটনায় যাঁদের প্রাণ গিয়েছে, তাঁদের মধ্যে ওই কপ্টারের চালকও রয়েছেন। গৌরীকুণ্ড এবং ত্রিযুগিনারায়ণের মধ্যবর্তী স্থানে, গৌরীকুণ্ড জঙ্গলের কাছে আচমকাই এই দুর্ঘটনার কবলে পড়ে কপ্টার।
ইতিমধ্যেই বেশকিছু ভিডিওতে দেখা গিয়েছে, মাঠে পড়ে রয়েছে আগুনে পুড়ে যাওয়া কপ্টারের অংশ। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। ওই হেলিকপ্টারে সাতজন ছিলেন মোট। চালক, এক শিশু-সহ ছ' জন। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী তাঁরা হলেন, রাজবীর সিং চৌহান (পাইলট); রাজকুমার সুরেশ জয়সওয়াল (৪১), শ্রদ্ধা রাজকুমার জয়সওয়াল (৩৫), কাশী (২৩ মাস), বিক্রম (৪৬), বিনোদ দেব (৬৬),৯তুষ্টি সিং (২৯)। সাতজনেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মাঝ আকাশের এই দুর্ঘটনার জন্য খারাপ আবহাওয়াই দায়ী বলে মনে করছেন কর্মকর্তারা।
